.
বিশ্বরাজনীতিতে নজরদারি প্রযুক্তির প্রভাব
.আধুনিক বিশ্বে মানুষের উপর কর্তৃত্ব বৃদ্ধি করতে ক্ষমতাবানদের সবচেয়ে প্রিয় ও মোক্ষম হাতিয়ার হলো আড়ি পাতার প্রযুক্তি। এখন কম্পিউটার বিজ্ঞানের প্রবেশ ও অস্তিত্ব রয়েছে প্রতিটি ঘরে ঘরে। করোনা আমাদের দেখিয়েছে, প্রযুক্তির মাধ্যমে কীভাবে ঘর থেকে সবকিছু পরিচালনা করা যায়, আর এর বিচ্ছিন্নতা কীভাবে আমাদের বিশ্বব্যবস্থা থেকেই বিচ্ছিন্ন করে ফেলে। তাই বাধ্য হয়ে মানুষ ঘরে ঘরে প্রযুক্তিগত ডিভাইসগুলো স্থাপন করছে, আর এগুলোই এখন হয়ে উঠছে ক্ষমতাবানদের মনুষ্য জাতি নিয়ন্ত্রণের গোপন অস্ত্র। এর মাধ্যমে উপর মহল প্রত্যেকটি মানুষের গোপনীয়, ব্যক্তিগত সব ধরনের বিষয় সম্পর্কে অবগত হতে পারছে; এমনকি কখনো কখনো তা নিয়ন্ত্রণও করছে। এভাবে জনসাধারণকে ঘর থেকে সর্বাধিক দুর্বল জায়গায় আঘাত করা যায় বলেই হয়তো এই নজরদারি প্রযুক্তিকে বিশ্ব বিখ্যাত গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট "সামরিক অস্ত্র" হিসেবে আখ্যা দিয়েছে।