নতুন বছরের প্রথম দিন জানুয়ারীর এক তারিখেই অনুষ্ঠিত হল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠান।
চবি শাখার সাংগঠনিক পরিকল্পনা-২০২১ ঘোষণা অনুষ্ঠান
২০২০ সালের প্রাপ্তি এবং প্রত্যাশার হিসেব কষে সকলের দ্বারে কড়া নাড়ছে নতুন বছর। স্বাভাবিক সময়ে হয়তো নানাবিধ অনুষ্ঠান এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নববর্ষকে উদযাপন করে নিতো সকলে, বিশেষ করে সংস্কৃতি এবং জ্ঞানচর্চার সূতিকাগার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন নববর্ষকে কেন্দ্র করে হাতে নেয় বিভিন্ন কর্মসূচি। তবে মহামারী করোনার প্রকোপে যেন সর্বত্র চলছে শিডিউল বিপর্যয়। কিন্তু নাহ্! গতিশীল ও সৃজনশীলতা চর্চাকারী সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করেছে অনলাইন নববর্ষ অনুষ্ঠান এবং সাংগঠনিক পরিকল্পনা-২০২১ ঘোষণা অনুষ্ঠান।
২০২১ সালের সাংগঠনিক পরিকল্পনা ঘোষণার এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন আজাদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য তাসনিম হাসান আবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরমান শেখ। গুণী সঞ্চলক নেজাম উদ্দীনের প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানে শুভাচ্ছা বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের সভাপতি আরমান শেখ। তিনি শুরুতেই অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে স্বাগতম জানানোর পর আট দফা বিশিষ্ট সংগঠনের পরিকল্পনা-২০২১ সকলের সামনে তুলে ধরেন। পরিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য প্রস্তাবনা এবং পরামর্শ আহবান করে সভাপতি তাঁর বক্তব্য শেষ করেন।
সভাপতির পর বক্তব্য দেন সংগঠনের পদস্থ সদস্যগণ। 'লেখালখি কেন করতে হবে' এর ব্যাখ্যা দিয়ে চমৎকার গঠনমূলক বক্তব্য পেশ করেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসাইন; 'কেন আমাদের সংগঠন আলাদা' এই সম্পর্কে সকলের নিকট স্পষ্ট ধারণা পেশ করেন অর্থ সম্পাদক রাব্বি হাসান। সংগঠনের অদ্যাবধি কার্যক্রম এবং অগ্রযাত্রা তুলে ধরেন প্রচার সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস সায়মা। অতঃপর সার্বিক বিষয়ে গঠনমূলক বক্তব্য পেশ করেন শাখা সাধারণ সম্পাদক রাফসান আহমেদ।
অনুষ্ঠানে নিজেদের অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করে আরো বক্তব্য দেন নবীন তরুণ লেখক আকিজ মাহমুদ এবং মুশফিকুর রহমান ইমন।
অনুষ্ঠান সকলের মাঝে উপভোগ্য করে তুলতে কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন সংগঠনের গুণী ব্যক্তিত্ব দপ্তর সম্পাদক শাহাদাত হোসাইন।