অনেক ভাল মানের পোস্টেও কম রিয়েক্ট আসছে? প্রতিদিন কনেকশন বৃদ্ধির পরেও পোস্ট-এনগেজমেন্ট বাড়ছে না? ভাল লিখা সবার টাইমলাইনে পৌঁছাতে চান? তাহলে আপনাকে কিছু বিষয় জেনে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে•••
অনেক ভাল মানের পোস্টেও কম রিয়েক্ট আসছে?
প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এটি একটি যোগাযোগ মাধ্যম যা অটোমেটেড নিয়মের অধীনে কাজ করে।এক কথায় এলগরিদম কর্তৃক পরিচালিত একটি যোগাযোগ মাধ্যম।
আপনি যখন একটি লিখা পোস্ট করেন, এলগরিদম সেটির গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব যাচাই করতে প্রাথমিকভাবে কিছু সময়ের জন্য সীমিত সংখ্যক 1st ডিগ্রি কানেকশনের টাইমলাইনে শো করে, তাদের রিয়েকশন এবং এনগেজমেন্ট ভাল হলে পরবর্তী ৯ ঘন্টা আপনার 2nd ডিগ্রি কানেকশনের টাইমলাইনে শো করবে লিখাটি, তারা যদি ভাল এনগেজমেন্ট দেখায় তবে লিখাটি ভাইরাল করে এলগরিদম নিজেই এবং আপনার আইডিকে আলাদাভাবে চিনে রাখে সে।
আপনি দেখবেন একটি পোস্টে প্রচুর এনগেজমেন্ট আসার পরে, আপনার পরবর্তী পোস্ট যতই খারাপ হোক,তার রিয়েকশন কম হলেও ভিউ রেনডম পোস্ট থেকে অনেক বেশি হয়।অর্থাৎ অপনি একবার রিসোর্সফুল লিখার মাধ্যমে ভাল এনগেজমেন্ট পেলে সেটা এলগরিদম মনে রাখে এবং পরবর্তীতেও সেভাবে ফিডবেক দেয়, কিন্তু পরের পোস্টগুলো রিসোর্সফুল না হলে ধীরে ধীরে আপনার পয়েন্ট কমতে থাকে।
পরবর্তী পোস্টে কিছু করণীয় উল্লেখ করা হবে, যাতে এলগরিদমের নিয়ম মেনে তার সাথে আমরা কমিউনিকেশন গড়ে তুলতে পারি।তবে উপর্যুক্ত তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে যদি আপনি লিঙ্কডিনে নিজের পারোফাইলের ভেল্যু বাড়াতে চান।
0 comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.