বর্তমানে অনেক রিক্র্যুটারই লিঙ্কডিন প্রোফাইল দেখে চাকরীপ্রার্থী সম্পর্কে পঞ্চাশ ভাগ ধারণা নিয়ে নেয়,বাকি পঞ্চাশ ভাগ নেয় সাক্ষাৎকারে এটিটিউড দেখে।আবার এমনও দেখা যায় যে,লিঙ্কডিনে অনেকের ক্রিয়েটিভিটি দেখে বিভিন্ন নামিদামি কোম্পানি তাদের হায়ার করে নিয়ে যায়,এটা বিস্ময়কর কিছু নয়।
আমাদের প্রোফাইল কখনো আমাদেরকে বিরাট সম্ভাবনার নিকটবর্তী করতে পারে,আবার একইভাবে সুযোগ হারানোর ক্ষেত্রেও দায়ী হতে পারে।
আমাদের প্রোফাইল সামনে আসা মাত্র প্রথম যেখানে চোখ পড়ে তা হলো প্রো-পিক।সাধারণতই মানুষ আগে দেখে,পরে গুণ বিচার করে।প্রোফাইলে ঢুকা মাত্র যখন আপনার ননপ্রফেশনাল একটি ছবি দেখবে রিক্র্যুটার,তখনই আপনার সম্পর্কে নেগেটিভ একটি দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে তাঁর মনে।অথচ প্রথম দেখাতে পজেটিভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করাটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য।কারণ মানুষ যেকোন কিছু যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা শুরু করে,তার কাছে তা সেরকমই লাগে,এটা হিউম্যান সাইকোলজি।
সুতরাং প্রথম দেখাতে আপনি যদি ভিউয়ারের মনে প্রভাব বিস্তার করতে পারেন,তাহলে পরবর্তী ধাপগুলো পার হওয়া অনেকটা সহজ হয়ে যায়।একজন ব্যক্তির প্রোফাইল পিকচার দেখে অনেক কিছুই আন্দাজ করা যায়।যেমন: তিনি কতটা সিরিয়াস প্রফেশনের ক্ষেত্রে,তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটিতে কী ধরনের বিহেভ করতে হয় তা সম্পর্কে জ্ঞান রাখেন কিনা,সিভিতে লিঙ্কডিন আইডি দিয়েছেন বা লিঙ্কডিন থেকে জব এপ্লাই/ রিক্যুয়েস্ট করেছেন কিন্তু তিনি লিঙ্কডিনই যথাযথভাবে ব্যবহার করতে জানেন কিনা ইত্যাদি।
তাছাড়া আপনার প্রোফাইল পিকচার পারফেক্ট হলে পূর্বের তুলনায় বেশি কানকশন রিক্যুয়েস্টও আসবে।কারণ একজন ব্যক্তি কোন প্রোফাইল সম্পর্কে আগ্রহি হওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখে তার প্রো-পিক।যদি ছবি প্রফেশনাল হাস্যোজ্জল হয়,তাহলে ভিউয়ার প্রথম দফায় তাকে পজেটিভ মেন্টালিটির অধিকারী হিসেবে দেখে এবং প্রোফাইল চেক করে রিক্যুয়েস্ট পাঠায়।আবার অনেকে এমনও আছে যারা দ্রুত কানেকশন বাড়াতে আগ্রহি,তারা রেন্ডম নেটওয়ার্ক লিস্টে গিয়ে শুধু ছবি এবং হেডলাইন দেখেই কানেক্ট বাটনে ক্লিক করে দেয়।
লিঙ্কডিন প্রোফাইল পিকচারের গুরুত্ব
আমাদের প্রোফাইল কখনো আমাদেরকে বিরাট সম্ভাবনার নিকটবর্তী করতে পারে,আবার একইভাবে সুযোগ হারানোর ক্ষেত্রেও দায়ী হতে পারে।
আমাদের প্রোফাইল সামনে আসা মাত্র প্রথম যেখানে চোখ পড়ে তা হলো প্রো-পিক।সাধারণতই মানুষ আগে দেখে,পরে গুণ বিচার করে।প্রোফাইলে ঢুকা মাত্র যখন আপনার ননপ্রফেশনাল একটি ছবি দেখবে রিক্র্যুটার,তখনই আপনার সম্পর্কে নেগেটিভ একটি দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে তাঁর মনে।অথচ প্রথম দেখাতে পজেটিভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করাটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য।কারণ মানুষ যেকোন কিছু যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা শুরু করে,তার কাছে তা সেরকমই লাগে,এটা হিউম্যান সাইকোলজি।
সুতরাং প্রথম দেখাতে আপনি যদি ভিউয়ারের মনে প্রভাব বিস্তার করতে পারেন,তাহলে পরবর্তী ধাপগুলো পার হওয়া অনেকটা সহজ হয়ে যায়।একজন ব্যক্তির প্রোফাইল পিকচার দেখে অনেক কিছুই আন্দাজ করা যায়।যেমন: তিনি কতটা সিরিয়াস প্রফেশনের ক্ষেত্রে,তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটিতে কী ধরনের বিহেভ করতে হয় তা সম্পর্কে জ্ঞান রাখেন কিনা,সিভিতে লিঙ্কডিন আইডি দিয়েছেন বা লিঙ্কডিন থেকে জব এপ্লাই/ রিক্যুয়েস্ট করেছেন কিন্তু তিনি লিঙ্কডিনই যথাযথভাবে ব্যবহার করতে জানেন কিনা ইত্যাদি।
![]() |
লিঙ্কডিন প্রোফাইল পিকচারের গুরুত্ব |
এছাড়াও অনেকেই কানেকশন রিক্যুয়েস্ট আসার পর উক্ত আইডির প্রো-পিক যথাযথ না হলে তা ইগনোর করে দেয়(যেমন আমি)।রিক্র্যুটাররা এটাকে অদক্ষতা,অসচেতনতা এবং অপারদর্শীতা হিসেবে মার্ক করে থাকে। অতএব প্রফেশনাল সাইটে আপনি কতটা প্রফেশনাল তা প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রকাশ করে আপনার প্রোফাইল পিকচার। পরবর্তী পোস্টে প্রফেশনাল প্রোফাইল পিকচারের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করবো,যা লিঙ্কডিনে মেনটেইন করা জরুরী।
0 comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.