ভারতের যুগ যুগ ধরে চলে আসা সেই পুরোনো 'ধর্মনিরপেক্ষতা'র খেতাব খুইয়েছে অনেক আগেই,যার সর্বশেষ স্বাক্ষর বিজেপি সরকারের বাবরি মসজিদের রায় ঘোষণা।
আন্তর্জাতি পর্যালোচনায় ভারত
গত দশ মাসে হিন্দুত্ববাদী এই বাহিনী এত কাজ করেছে যে এরপর কী হতে যাচ্ছে তা ভাবতে গেলে এক অজানা আতঙ্ক ভর করে মনে।আর তা আরো জেঁকে বসে,যখন দেখা যায় দেশব্যাপী অর্থনৈতিক মন্দার সত্ত্বেও বিজেপির পতাকা পত পত করে উড়ছে।এর কারণস্বরূপ তাদের যেসব কাজ রয়েছে,তার ধারাবাহিকতা বজায় রাখতে তারা যেকোন কিছুই করতে পারে•••
![]() |
আন্তর্জাতি পর্যালোচনায় ভারত |
চলুন কিছু অনুমান করা যাক কাশ্মীরের 370 ধরা বাতিল,বাবরি মসজিদ ধ্বংসের পর বিজেপির ভবিষ্যত কার্যক্রম নিয়ে•••
1• নিখিল ভারতে নাগরিকত্ব সংশোধন বিল বাস্তবায়নের মধ্য দিয়ে মুসলমানদের রাষ্ট্রীয় অনুমোদিত হয়রানির প্রচলন।
(স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা:"হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টানদের ভারত ছাড়ার ভয় নেই")
(স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা:"হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টানদের ভারত ছাড়ার ভয় নেই")
2• অভিন্ন সিভিল কোড: হিন্দু ডানপন্থীদের দাবি অভিন্ন সিভিল কোড এবং স্বতন্ত্র ধর্মের ব্যক্তিগত আইন বাতিল করা।এর ফলে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের আইন অনুসরণ করতে বাধ্য থাকবে।
3• ধর্ম পরিবর্তনবিরোধী আইন: অনেকে রাজ্যের দাবি ধর্মত্যাগের বিরুদ্ধে আইন করা।কোন হিন্দু যাতে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দিক্ষিত হতে না পারে,কারণ ভারতে প্রায়ই খ্রিষ্টান মশনারি কর্তৃক ঘুষ দিয়ে হিন্দুদের খ্রিস্টধর্মে রূপান্তরের ঘটনা ঘটে।
চিন্তার বিষয় হলো এসব দাবি কখন বাস্তবায়ন করতে যাচ্ছে বিজেপি।অর্থনৈতিক মন্দা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে এখনই?নাকি 2024 সালের লোকসভা নির্বাচনে নের্বাচনি-ইশতেহারে রেখে পরবর্তীতে•••?
0 comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.