গতকাল বিশ্বব্যাংকের Ease of Doing Business index 2020 নামক এক প্রতিবেদনে ব্যবসাকে সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব র্যাংকিং-এ আট ধাপ এগিয়েছে বলে উল্লেখ করা হয়।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড,অতঃপর সিঙ্গাপুর ও হংকং।দক্ষিণ এশিয়ায় প্রথমে রয়েছে ভারত।বাকি দেশগুলোর মধ্যে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।190 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168 তম,যেখানে গত বছর অবস্থান ছিল 176 তম। এর দ্বারা বোঝা যায় ব্যবসায়িক উন্নয়ন সাধন হলেও দৌড়ে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বাকি দেশগুলোর সাথে•••
আট ধাপ এগিয়ে বাংলাদেশ
বিনিয়োগ,বিদ্যুৎ এবং ঋণ;এই তিনটি সূচকে বাংলাদেশের স্কোর বৃদ্ধি পেয়েছে,তবে চুক্তি,পরিবেশ ইত্যাদি বাকি সাতটি সূচকে কোন পরিবর্তন হয়নি।
![]() |
Ease of Doing Business index |
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড,অতঃপর সিঙ্গাপুর ও হংকং।দক্ষিণ এশিয়ায় প্রথমে রয়েছে ভারত।বাকি দেশগুলোর মধ্যে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।190 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168 তম,যেখানে গত বছর অবস্থান ছিল 176 তম। এর দ্বারা বোঝা যায় ব্যবসায়িক উন্নয়ন সাধন হলেও দৌড়ে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বাকি দেশগুলোর সাথে•••
0 comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.