আল-জাজিরার আপডেট দেখা আমার খেয়ালিপনা,যা করতে গিয়ে হঠাৎ উপর্যুক্ত সিরোনামের কলামটি চোখে পড়ল। আগ্রহ জাগল পিটিএম এমন কী,যা পাকিস্তানের অভ্যন্তরে অপর একটি বাংলাদেশ সৃষ্টি করার আশা সৃষ্টি করেছে•••
নিরাপত্তা বাহিনী তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিলেও মূলত তারাই সন্ত্রাসের শিকার। পশতুনদের শত শত নারী ও মানবাধীকার কর্মীদের অপহরণ করে যৌনদাসি হিসেবে ব্যবহারসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত করছে সেখানকার সেনাবাহিনী যার প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ঠিক এভাবেই অধিকার আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলদেশ নামক রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান থেকে।যদি পাকিস্তান ৫০ বছর পূর্বের ঘটনা থেকে শিক্ষা না নিয়ে থাকে,তবে তাদেরকে আবার দেখতে হবে রক্ত, যুদ্ধ, ধ্বংসাবশেষ, লজ্জা, গ্লানি; যা তাদেরকে পুনরায় এক হৃদয় বিদারক অভিজ্ঞতা দেবে•••
পাকিস্তানের ভেতরে বাংলাদেশ???
পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের পশতুন জাতি সেনাবাহিনীর অত্যাচারে অতিষ্ট্য হয়ে "পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)" গঠন করে; যা পরে "পশতুনিস্তান লিবারেশন আর্মি" । সর্বশেষ সেনাবাহিনীর গুলিতে পিটিএমের নেতা মৃত্যুর পর তাদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। যার অন্যতম কারণ হল উক্ত নিহত নেতাকে কিছুদিন পরেই পাকিস্তান সুপ্রিম কোর্ট নির্দোষ বলে ঘোষণা দেয়া•••
![]() |
পাকিস্তানের ভেতরে বাংলাদেশ |
আন্তর্জাতিক গবেষকরা বলছেন, ঠিক এভাবেই অধিকার আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলদেশ নামক রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান থেকে।যদি পাকিস্তান ৫০ বছর পূর্বের ঘটনা থেকে শিক্ষা না নিয়ে থাকে,তবে তাদেরকে আবার দেখতে হবে রক্ত, যুদ্ধ, ধ্বংসাবশেষ, লজ্জা, গ্লানি; যা তাদেরকে পুনরায় এক হৃদয় বিদারক অভিজ্ঞতা দেবে•••
0 comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box.